Question: কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?
👁 232 ভিউ
Explanation:- প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় অ্যাডা লাভলেসকে ৷ অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা প্রকাশ করেছিলেন ৷ তিনিই প্রথম কম্পিউটারের পূর্বসূরী এনালিটিক্যাল ইঞ্জিনে প্রোগ্রামিং ভাষা দেন ৷
-
অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা সর্বপ্রথম কে দেন?
উত্তরঃ অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা সর্বপ্রথম অ্যাডা লাভলেস দেন ৷
-
কোন কাজে চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেসকে নিযুক্ত করেন?
উত্তরঃ এনালিটিক্যাল ইঞ্জিনে চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেসকে নিযুক্ত করেন ৷
-
অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর বিজ্ঞানীরা ‘অ্যাডা অ্যালগরিদম’- প্রোগ্রামিংয়ের ধারণাটা বুঝতে পারেন?
উত্তরঃ অ্যাডা লাভলেসের মৃত্যুর ১০০ বছর পর বিজ্ঞানীরা ‘অ্যাডা অ্যালগরিদম’- প্রোগ্রামিংয়ের ধারণাটা বুঝতে পারেন ৷
Related Questions:-