কম্পিউটিংয়ে অ্যাডা লাভলেসের অবদান কী ছিল? [MCQ]

Question: কম্পিউটিংয়ে অ্যাডা লাভলেসের অবদান কী ছিল?

সঠিক উত্তরঃ B. প্রথম কম্পিউটার অ্যালগরিদম তৈরি করা

উত্তরঃ B. প্রথম কম্পিউটার অ্যালগরিদম তৈরি করা

Explanation:- কম্পিউটিংয়ে অ্যাডা লাভলেসের অবদান ছিল প্রথম কম্পিউটার অ্যালগরিদম তৈরি করা ৷

চার্লস ব্যাবেজের পরিকল্পিত এ্যানালিটিক্যাল ইঞ্জিনের নক্সা প্রণয়নের ব্যাপারে তাঁকে সর্বতোভাবে সাহায্য করেন ঐ সময়ের আর একজন খ্যাতিমান গণিতবিদ, বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা, লেডি এডা (Lady Augusta Ada Lovelace)। তাঁকেই বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে উল্লেখ করা হয়। তাঁর সম্মানের জন্য ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজের নাম প্রদান করে এডা (Ada)।

  1. চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় কত সালে?

    উত্তরঃ চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় ১৮৩৩ সালে

  2. অ্যাডা লাভলেস কিসে পারদর্শী ছিলেন?

    উত্তরঃ অ্যাডা লাভলেস গণিত ও বিজ্ঞানে পারদর্শী ছিলেন ৷

  3. কাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়?

    উত্তরঃ অ্যাডা লাভলেসকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয় ৷

Related Questions:-