অ্যাডা লাভলেস কে ছিলেন? [MCQ]

Question: অ্যাডা লাভলেস কে ছিলেন?

সঠিক উত্তরঃ D. সবগুলোই

উত্তরঃ D. সবগুলোই

Explanation:- অ্যাডা লাভলেস ছিলেন কবি লর্ড বায়রনের কন্যা এবং প্রোগ্রামিং ধারণার প্রবর্তক ৷

  1. অ্যাডা লাভলেস এর বাবার নাম কি?

    উত্তরঃ অ্যাডা লাভলেস এর বাবার নাম কবি লর্ড বায়রন

  2. অ্যাডা লাভলেস কেন এতো পরিচিত?

    উত্তরঃ অ্যাডা লাভলেস বিশেষভাবে পরিচিত চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনে কাজ করার জন্য ৷ সেখানে বার্নোলি সংখ্যা গণনা করার জন্য মেশিনের জন্য একটি অ্যালগরিদম তৈরি করেছিলেন ৷ এছন্য তাকে বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয় ৷

  3. অ্যাডা লাভলেসের পুরো নাম কি?

    উত্তরঃ অ্যাডা লাভলেসের পুরো নাম অ্যাডা অগাস্টা কিং।

Related Questions:-