[Question] কুচবরণ কন্যা কার লেখা?
(ক) | আবুল কালাম শামসুদ্দিন |
(খ) | শামসুদ্দিন আবুল কালাম |
(গ) | বন্দে আলী মিয়া |
(ঘ) | সৈয়দ শামসুল হক |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
এখানে কুচবরণ কন্যা, বন্দে আলী মিয়া এর লেখা ৷ ‘কুচবরণ কন্যা‘ বন্দে আলী মিয়া রচিত একটি শিশুতোষ গ্রন্থ ৷
বন্দে আলী মিয়া (১৭ জানুয়ারী ১৯০৬ – ২৭ জুন ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে।
Also Read More:—