কুচবরণ কন্যা কার লেখা? [MCQ]

[Question] কুচবরণ কন্যা কার লেখা?

(ক)আবুল কালাম শামসুদ্দিন
(খ)শামসুদ্দিন আবুল কালাম
(গ)বন্দে আলী মিয়া
(ঘ)সৈয়দ শামসুল হক

উত্তরঃ (গ) বন্দে আলী মিয়া


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে কুচবরণ কন্যা, বন্দে আলী মিয়া এর লেখা ৷কুচবরণ কন্যা‘ বন্দে আলী মিয়া রচিত একটি শিশুতোষ গ্রন্থ ৷

বন্দে আলী মিয়া (১৭ জানুয়ারী ১৯০৬ – ২৭ জুন ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top