অবরোধবাসিনী কত সালে প্রকাশিত হয়? [MCQ]

5/5(3 votes)

[Question] অবরোধবাসিনী কত সালে প্রকাশিত হয়?

(ক)১৯১৭ সালে
(খ)১৯২৮ সালে
(গ)১৯৩১ সালে
(ঘ)১৯৩৭ সালে

উত্তরঃ (গ) ১৯৩১ সালে


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রোকেয়া সাখাওয়াত হোসনের “অবরোধবাসিনী” প্রথম ১৯৩১ সালে প্রকাশিত হয় ৷

‘অবরোধবাসিনী’ (১৯৩১) রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি- কান্না নিয়ে এই গ্রন্থের কাহিনি রচিত। নকশাধর্মী ছোট ছোট রচনাগুলির মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক জীবনকথা। রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর এই গ্রন্থে বাংলা, বিহার, উড়িষ্যা, লক্ষ্মৌ, লাহোর, পাঞ্জাব, দিল্লি ও আলিগড়ের সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলমান পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ঘটনার ৪৭টি চিত্র তুলে ধরেছেন। রোকেয়া নিজে এগুলোকে ‘ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসিকান্না’ বলে অভিহিত করেছেন। এই লেখাগুলো কলকাতার ‘মোহাম্মদী’র মহিলা মাসিক পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৮ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত। ১৯৩১ সালে রোকেয়ার এই সৃষ্টিকর্ম ‘অবরোধবাসিনী’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ