[Question] রক্তকরবী নাটক কত সালে প্রকাশিত হয়?
(ক) | ১৯২৫ সালে |
(খ) | ১৯২৬ সালে |
(গ) | ১৯২৭ সালে |
(ঘ) | ১৯২৮ সালে |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
রবীন্দ্রনাথের “রক্তকরবী” নাটকটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের তত্ত্ব-আশ্রয়ী সাংকেতিক নাটকগুলোর মধ্যে ‘রক্তকরবী’ অন্যতম। ‘রক্তকবরী’ প্রকাশিত হয় ১৯২৬ সালে। এটি তাঁর এক অসাধারণ প্রতীক নাটক, বিশ্বের যে কোন একখানি শ্রেষ্ঠ প্রতীক নাটকের সমকক্ষ। এত রবীন্দ্রনাথ আধুনিক সমস্যার আর একটি উৎকট দিককে একটি অপরূপ প্রতীকতার মধ্যদিয়ে ব্যক্ত করেছেন। ‘রক্তকবরী’তে বর্তমান কারখানা ঘরের মধ্যে রুদ্ধশ্বাস মানবজীবন এবং লোভের ফলে মানুষের মানুষের মরণ ফাঁদের নিদারুন স্বরুপ অদ্ভুত প্রতীক ও রহস্যময় বঞ্চনার দ্বারা আভাসে ব্যক্ত হয়েছে।
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য নাটকের নাম এবং প্রকাশকালঃ
- বিসর্জন নাটক ১৮৯১ সালে প্রকাশিত হয় ৷
- রাজা নাটক ১৯১০ সালে প্রকাশিত হয় ৷
- ডাকঘর নাটক ১৯১২ সালে প্রকাশিত হয় ৷
- অচলায়তন নাটক ১৯১২ সালে প্রকাশিত হয় ৷
- চিরকুমার সভা নাটক ১৯২৬ সালে প্রকাশিত হয় ৷
- রক্তকরবী নাটক ১৯২৬ সালে প্রকাশিত হয় ৷
- তাসের দেশ নাটক ১৯৩৩ সালে প্রকাশিত হয় ৷
আরও পড়ুনঃ