ছিন্নপত্র কত সালে প্রকাশিত হয়? [MCQ]

[Question] ছিন্নপত্র কত সালে প্রকাশিত হয়?

(ক)১৯১০ সালে
(খ)১৯১২ সালে
(গ)১৯১৫ সালে
(ঘ)১৯২০ সালে

উত্তরঃ (খ) ১৯১২ সালে ৷


সংক্ষেপে ব্যাখ্যাঃ

ছিন্নপত্র ১৯১২ সালে প্রকাশিত হয় ৷ ‘ছিন্নপত্র’ প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে, ১৩১৯ বঙ্গাব্দে। রবীন্দ্রনাথের লেখা ১৫১টি চিঠি সংকলিত হয় এ বইয়ে। এর ভিতরে ১৪৩টিই তিনি লিখেছিলেন তাঁর ভাইঝি ইন্দিরাকে। মেজো ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আই সি এস (ইণ্ডিয়ান সিভিল সার্ভিস) প্রশিক্ষণপ্রাপ্ত ব্রিটিশ আমলা, ইন্দিরা (১৮৭৩-১৯৬০) তারই কন্যা। বারো বৎসরের বয়ঃকনিষ্ঠা এই ভ্রাতুস্পুত্রী তাঁর বিশেষ প্রিয় ছিল। কবির প্রথম বিলেত বাসের সময়ে (১৮৭৮-এর অক্টোবর থেকে ১৮৮০-র ফেব্রুয়ারি) ইন্দিরা ছিলেন।

পাঁচ-ছ’ বছরের ছােট মেয়ে। অনুমান করতে অসুবিধে হয় না, কবির কোলে-পিঠে চড়ে তখন। ঘুরে বেড়িয়েছে এই শিশু। তাকে তিনি ব’ নামে ডাকতেন। ‘ছিন্নপত্র’তেও তার প্রমাণ ছড়িয়ে আছে। ইন্দিরা দেবী তার কাকার লেখা এই চিঠিগুলি । একটি খাতায় কপি করে রাখতে থাকেন। খাতায় সংরক্ষিত মোট ২৫২টি চিঠি একত্র করে কবির মৃত্যুর অনেক বছর পরে ১৯৬০ সালের অক্টোবরে ‘ছিন্নপত্রাবলী’ নামে গ্রন্থ প্রকাশ করে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ। কবির জীবদ্দশায় বইটি ‘ছিন্নপত্র’ (১৫৩টি চিঠির সংকলন) নামেই প্রকাশিত ও পরিচিত ছিল। বর্তমানে ‘ছিন্নপত্র’ ও ‘ছিন্নপত্রাবলী’ উভয় গ্রন্থই চালু আছে।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top