রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? [MCQ]

[Question] রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

(ক)১৯৫৩ সালে
(খ)১৯৫৫ সালে
(গ)১৯৫৭ সালে
(ঘ)১৯৫৯ সালে

উত্তরঃ (গ) ১৯৫৭ সালে ৷


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রূপসী বাংলা কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত হয় ৷ ৬১টি কবিতা নিয়ে ‘রূপসী বাংলা‘ প্রকাশিত হয় ১৯৫৭ সালের আগস্টে, সিগনেট প্রেস কলকাতা থেকে। জীবনানন্দ দাশের মৃত্যুর তিন বছর পর।

রূপসী বাংলার কবি নামে খ্যাত জীবনানন্দ দাস অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলোর মধ্যে ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নামের মধ্যেই যে কাব্যগ্রন্থটির বিষয়বস্তু ফুটে উঠেছে, তা যে কোনো পাঠকমাত্রই উপলব্ধি করতে পারবেন। কবি জীবনানন্দ দাস এই কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতার মধ্যেই বাংলার রূপের বর্ণনা ফুটিয়ে তুলেছেন মনের মাধুরী মিশিয়ে। তার প্রমাণ আমরা এই কাব্যগ্রন্থের সবটুকু জুড়ে পাই।

‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পর। প্রকাশসময় ১৯৫৭ এর আগষ্ট। কবিভ্রাতা অশোকানন্দ দাশের সরাসরি তত্ত্বাবধানে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। রূপসী বাংলা’র রচনাকাল ১৯৩২। জীবনানন্দ দাশ রূপসী বাংলা’র কবিতাগুলো ছিল শিরোনামহীন। লক্ষ্য করলে দেখা যাবে কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতার শিরোনাম প্রথম পঙক্তির প্রথমাংশ থেকে থেকে। ধারনা করা হয় রূপসী বাংলা কাব্যগ্রন্থের নামকরণ এবং উৎসর্গ অশোকানন্দের।

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top