কি খেলে বুধার মগজ ভরে? [MCQ]Published: April 16, 2024Last Updated: April 16, 2024 [Question] কি খেলে বুধার মগজ ভরে? (ক)রোদ(খ)বাতাস(গ)জোছনা(ঘ)পানি সঠিক উত্তরঃ- উত্তরঃ (খ) বাতাস ৷ Explanation: বাতাস খেলে বুধার মগজ ভরে ৷ কাকতাড়ুয়া উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? [MCQ] ‘আমি তো এখন স্বাধীন মানুষ’- কে বলেছিল? [MCQ] কে বুধাকে মানিকরতন বলে ডাকত? [MCQ] বুধাকে হরিকাকু কি নামে ডাকত? [MCQ] আমি শোধ নিতে জানি এ বাক্যে বুধার কোন ভাবটি ফুটে উঠেছে? [MCQ] ১০০% কমন কাকতাড়ুয়া উপন্যাস MCQ বা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে ‘মরণ’ বলতে কী বোঝানো হয়েছে? [MCQ] কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে? [MCQ] মধুর মা বুধাকে আদর করে কেন? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর(পরিক্ষায় আসা) ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? [MCQ] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুলকলির পরিচয় কী? [MCQ] মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন? [MCQ] ‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত।’- উক্তিটি কার? [MCQ] বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত? [MCQ] কে বুধাকে জয় বাংলা বলে ডাকে? [MCQ] ‘মনে হয় তুই আমার মুরুব্বি’- কার উক্তি? [MCQ] কে ছোটবেলায় ভূতের গল্প শোনেনি? [MCQ] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন— [MCQ] Related Questions: কাঁদো নদী কাঁদো কার লেখা? [MCQ] চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস [MCQ] পরিত্যক্ত স্বামী কার লেখা? [MCQ] একুশের প্রথম উপন্যাস কোনটি [MCQ] আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি? MCQ শনিবারের চিঠি উপন্যাসের রচয়িতা কে? [MCQ] রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কয়টি [MCQ] পদ্মরাগ কোন ধরনের রচনা? [MCQ] মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস কোনটি [MCQ] দেনা পাওনা উপন্যাসের রচয়িতা কে? [MCQ] 5/5(3 votes)