‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন— [MCQ]

5/5 - (3 votes)

[Question] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন—

(ক)দরিদ্রতা
(খ)মুক্তিযুদ্ধ
(গ)কিশোর মনস্তত্ত্ব
(ঘ)এতিম শিশুর জীবন

উত্তরঃ (খ) মুক্তিযুদ্ধ


Explanation: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন—মুক্তিযুদ্ধ

  1. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নৌকা ছুটেছিল কোন দিকে?

    উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নৌকা ছুটেছিল ক্যাম্পের উল্টো দিকে ৷

  2. কার কবরের সামনে গিয়ে বুধা ডুকরে কেঁদে ওঠে?

    উত্তরঃ বাবার কবরের সামনে গিয়ে বুধা ডুকরে কেঁদে ওঠে ৷

  3. কার কাছে পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ সব সমান?

    উত্তরঃ বুধার কাছে পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ সব সমান ৷

  4. বিনুর চোখ কেমন ছিল?

    উত্তরঃ বিনুর চোখ ছিল অপূর্ব ৷

  5. এক রাতে বুধা কত জন মানুষকে হারায়?

    উত্তরঃ এক রাতে বুধা ছয় জন মানুষকে হারায় ৷

  6. কে বুধার কাছে মুক্তি চায়?

    উত্তরঃ বুধার চাচি বুধার কাছে মুক্তি চায় ৷

  7. কে বুধাকে সইতে পারেনি?

    উত্তরঃ বুধার চাচি বুধাকে সইতে পারেনি ৷