বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন কে দিয়েছে? [MCQ]

5/5 - (3 votes)

[Question] বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন কে দিয়েছে?

(ক)হরিকাকু
(খ)চাচি
(গ)শাহাবুদ্দিন
(ঘ)মতিউর

উত্তরঃ (খ) চাচি


Explanation: বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন চাচি দিয়েছে ৷

  1. কলেরা যখন এসেছিল, তখন কে ছোট ছিল?

    উত্তরঃ কলেরা যখন এসেছিল, তখন বুধা ছোট ছিল।

  2. চোখ লাল হলে বুধার কী হয়?

    উত্তরঃ চোখ লাল হলে বুধার কিছু একটা করার প্রতিজ্ঞা হয়।

  3. পোড়া ঘরে শুয়ে বুধা নিজেকে কী ভাবে?

    উত্তরঃ পোড়া ঘরে শুয়ে বুধা নিজেকে পোড়া ঘরের কাকতাড়ুয়া ভাবে ।

  4. কোন রোগ বুধাকে খেতে পারেনি?

    উত্তরঃ কলেরা রোগ বুধাকে খেতে পারেনি।

  5. মিলিটারির বিরুদ্ধে লড়ার কথা কে বলেছিলেন?

    উত্তরঃ মিলিটারির বিরুদ্ধে লড়ার কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ৷

Related Questions:

Author: Priobd