মশাল বানানোর কাজে ব্যবহৃত কেরোসিন বুধাকে কে দিয়েছিল? [MCQ]

5/5 - (3 votes)

[Question] মশাল বানানোর কাজে ব্যবহৃত কেরোসিন বুধাকে কে দিয়েছিল?

(ক)মিঠু
(খ)আলি
(গ)ফুলকলি
(ঘ)আতা ফুপু

উত্তরঃ (খ) আলি


Explanation: মশাল বানানোর কাজে ব্যবহৃত কেরোসিন বুধাকে আলি দিয়েছিল ৷

  1. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত শাহাবুদ্দিন কোথায় পড়ে?

    উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত শাহাবুদ্দিন আর্ট কলেজে পড়ে ৷

  2. শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একাই লড়াই করছে?

    উত্তরঃ শাহাবুদ্দিনের মতে গ্রামে বুধা একাই লড়াই করছে ৷

  3. কখন বুধার মা ভাপা পিঠা বানাত?

    উত্তরঃ শীতকালে বুধার মা ভাপা পিঠা বানাত ৷

  4. “কেয়ামতের দিন মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে।”- কার কথা?

    উত্তরঃ “কেয়ামতের দিন মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে।”- মৌলবির কথা ৷

  5. কে বুধাকে মানিকরতন বলে ডাকত?

    উত্তরঃ হরি কাকু বুধাকে মানিকরতন বলে ডাকত ৷

Scroll to Top