তিনুর বয়স কয় বছর? [MCQ] April 21, 2024 [Question] তিনুর বয়স কয় বছর? (ক)এক(খ)দেড়(গ)দুই(ঘ)আড়াই সঠিক উত্তরঃ- উত্তরঃ (খ) দেড় ৷ Explanation: তিনুর বয়স দেড় বছর ৷ মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাস সেলিনা হোসেন(জ্ঞানমূলক, অনুধাবন, MCQ) ‘মনে হয় তুই আমার মুরুব্বি’- কার উক্তি? [MCQ] অনেকদিন ‘ও’ বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে- এখানে ‘ও’ কে? [MCQ] বুধার হাসিতে কিসের ফুল ফোটে? [MCQ] বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়? [MCQ] এখন থেকে তোকে আমি জয়বাংলা বলে ডাকব- এখানে কার কথা বলা হয়েছে? [MCQ] বুধার চাচাতো ভাই-বোনের সংখ্যা কত জন? [MCQ] ‘সেদিনের ছোঁড়া, ঢঙ কত।’- উক্তিটি কার? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে তিনুর বয়স কত? [MCQ] হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়েছিল? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাস কত সালে প্রকাশিত হয়? [MCQ] যাচ্ছি রে কাকতাড়ুয়া উক্তিটি কার? [MCQ] কে বুধাকে মানিক রতন বলে ডাকত? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর(পরিক্ষায় আসা) কাকতাড়ুয়া উপন্যাসে সোনার ঘর বলতে কী বোঝানো হয়েছে? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কি? [MCQ] “নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?”- এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার— [MCQ] বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন? [MCQ] বুধা কয়টি মশাল বানিয়েছিল? [MCQ] বুধা কাকে স্যালুট করে? [MCQ] সবার ওপর বুধার ঘৃণা বাড়তে থাকার কারণ- [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে ছবি আকার মানুষ কে? [MCQ] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম? [MCQ] ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে ‘মরণ’ বলতে কী বোঝানো হয়েছে? [MCQ] গাঁয়ের লোকেরা বুধাকে ভিন্ন ভিন্ন নামে ডাকার কারণ, বুধার- [MCQ] কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে? [MCQ] বুধার ছোট বোনের নাম কি? [MCQ] মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে? [MCQ] কাকতাড়ুয়া উপন্যাসে মুক্তিবাহিনীর কমান্ডার কে ছিলেন? [MCQ] ‘রেকি করার কাজটা তোকে করতে হবে।’- এখানে ‘রেকি’ দ্বারা কী বুঝানো হয়েছে? [MCQ] বুধা কিসে বুক উজাড় করে দেয়? [MCQ] মধুর মা বুধাকে আদর করে কেন? [MCQ] বুধা বুকের ভিতর কি ধরে রেখেছে? [MCQ] বুধা বোলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে? [MCQ] ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা চরিত্রটির দ্বারা ঔপন্যাসিক প্রকাশ করেছেন— [MCQ] চোখ লাল হলে বুধার ভিতর কী জাগে? [MCQ] বুধাকে হরিকাকু কি নামে ডাকত? [MCQ] তিনুর বয়স কয় বছর? [MCQ] বুধাকে রেকি করার কাজ কে দিয়েছিল? [MCQ] 5/5(3 votes)
“নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস কর কেন? আমি কি ওদের গার্জিয়ান?”- এ কথার মাঝে প্রকাশ পেয়েছে বুধার— [MCQ]