মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে? [MCQ]

5/5 - (3 votes)

[Question] মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে?

(ক)বাবা-মা-ভাই-বোনের মৃত্যু
(খ)মিলিটারিদের বাজার পোড়ানো
(গ)হরিকাকুদের চলে যাওয়া
(ঘ)চাচির গঞ্জনা, অপমান

উত্তরঃ (ক) বাবা-মা-ভাই-বোনের মৃত্যু


Explanation: ‘মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি’- ‘প্রতীকীতে বুধার বাবা-মা-ভাই-বোনের মৃত্যুর স্মৃতি তুলে ধরা হয়েছে

  1. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আর্ট কলেজের ছাত্রটি কে?

    উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের আর্ট কলেজের ছাত্রটি শাহাবুদ্দিন।

  2. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম কী?

    উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ ‘উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম ‘মধু’।

  3. আহাদ মুন্সির ছেলের নাম কী?

    উত্তরঃ আহাদ মুন্সির ছেলের নাম মতিউর।

  4. মুক্তিবাহিনীর কমান্ডার কে ছিলেন?

    উত্তরঃ মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন শাহাবুদ্দিন ৷

  5. বুধা কীভাবে গান শিখেছে?

    উত্তরঃ বুধা আখড়ার গান শুনে গান শিখেছে।