মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না কথাটি কে বলেছে? [MCQ]

5/5(3 votes)

[Question] মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না কথাটি কে বলেছে?

(ক)বুধা
(খ)শাহাবুদ্দিন
(গ)ফুলকলি
(ঘ)কুন্তি

উত্তরঃ (ঘ) কুন্তি


Explanation: ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না’- কথাটি কুন্তি বলেছে

  1. পরদিন কার বাড়িতে আগুন লাগে?

    উত্তরঃ পরদিন গাঁয়ের রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে।

  2. শামুকের খোলটা কোঁথায় লাগানোর পর টুপির মতো দেখায়?

    উত্তরঃ শামুকের খোলটা বুড়ো আঙুলে লাগানোর পর টুপির মতো দেখায়।

  3. কে চোখের সামনে বাবা-মা, ভাই-বোনদের মরতে দেখেছে?

    উত্তরঃ বুধা চোখের সামনে বাবা-মা, ভাই-বোনদের মরতে দেখেছে ৷

  4. বুধা দুঃখকে কী ভাবে?

    উত্তরঃ বুধা দুঃখকে হিংস্র শকুন ভাবে।

  5. কার চোখের মণি মোচড়াতে মোচড়াতে স্থির হয়ে যায়?

    উত্তরঃ বুধার বাবার চোখের মণি মোচড়াতে মোচড়াতে স্থির হয়ে যায়।