কাকতাড়ুয়া উপন্যাসে বুধার চরিত্রে নিচের কোনটি লক্ষ করা যায়? [MCQ]

5/5 - (3 votes)

[Question] কাকতাড়ুয়া উপন্যাসে বুধার চরিত্রে নিচের কোনটি লক্ষ করা যায়?

(ক)চাচির প্রতি শ্রদ্ধা
(খ)দেশের প্রতি কৃতজ্ঞতা
(গ)মিলিটারিদের প্রতি ঘৃণা
(ঘ)দেশের মানুষের প্রতি মমত্ববোধ

উত্তরঃ (গ) মিলিটারিদের প্রতি ঘৃণা


Explanation: কাকতাড়ুয়া উপন্যাসে বুধার চরিত্রে মিলিটারিদের প্রতি ঘৃণা লক্ষ করা যায় ৷

  1. বুধাকে দেখে কার দৃষ্টি চকচক করে ওঠে?

    উত্তরঃ বুধাকে দেখে কুন্তির দৃষ্টি চকচক করে ওঠে।

  2. বুধা কী দিয়ে পাকিস্তানি বাংকার ধ্বংস করে?

    উত্তরঃ বুধা মাইন দিয়ে পাকিস্তানি বাংকার ধ্বংস করে।

  3. সৈনিকদের হাতে মারা গেলে বুধা কোথায় যাবে?

    উত্তরঃ সৈনিকদের হাতে মারা গেলে বুধা আকাশে যাবে।

  4. কে কাঁদলে বুধার খুব কষ্ট হয়?

    উত্তরঃ কুন্তি কাঁদলে বুধার খুব কষ্ট হয়।

  5. কবরস্থানে গিয়ে বুধা কার কাছে দোয়া চায়?

    উত্তরঃ কবরস্থানে গিয়ে বুধা বাবা-মার কাছে দোয়া চায় ৷

Related Questions: