কে বুধাকে মানিক রতন বলে ডাকত? [MCQ]

5/5 - (3 votes)

[Question] কে বুধাকে মানিক রতন বলে ডাকত?

(ক)হরিকাকু
(খ)ফুলকলি
(গ)নোলক বুয়া
(ঘ)জয়নাল চাচা

উত্তরঃ (ক) হরি কাকু


Explanation: হরি কাকু বুধাকে মানিক রতন বলে ডাকত

  1. কারা বুধাকে কাকতাড়ুয়া বানানোর উৎসবে মেতে ওঠে?

    উত্তরঃ তিনজন রাজাকার বুধাকে কাকতাড়ুয়া বানানোর উৎসবে মেতে ওঠে ৷

  2. হাঁড়ির নিচের কালি কার মুখে লাগানো হয়?

    উত্তরঃ হাঁড়ির নিচের কালি বুধার মুখে লাগানো হয়।

  3. শাস্তির নতুন ঢঙে কারা মজা পায়?

    উত্তরঃ শাস্তির নতুন ঢঙে পাকিস্তানি সেনারা মজা পায়।

  4. কখন পাকিস্তানি সেনারা বুধার বাঁধন খুলে দেয়?

    উত্তরঃ সন্ধ্যার সময় পাকিস্তানি সেনারা বুধার বাঁধন খুলে দেয় ৷

  5. রূপোলি ঝিলিক তুলে কে সাঁতরায়?

    উত্তরঃ রুপোলি ঝিলিক তুলে পুঁটিমাছ সাঁতরায়।

Related Questions: