ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি? [MCQ]

5/5(3 votes)

[Question] ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে কোনটি?

(ক)দেশপ্রেম
(খ)সাহস
(গ)দারিদ্র্য
(ঘ)একাকিত্ব

উত্তরঃ (ক) দেশপ্রেম


Explanation: ফজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার পেছনে কাজ করেছে দেশপ্রেম ৷

  1. বুধার কয় ভাইবোন কলেরায় মারা যায়?

    উত্তরঃ বুধার চার ভাই-বোন কলেরায় মারা যায়।

  2. বুধা মগজের ভিতরে কী শুনতে পায়?

    উত্তরঃ বুধা মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখা ঝাপটানি।

  3. বুধাকে ‘ছন্নছাড়া’ ডাকে কে?

    উত্তরঃ বুধাকে ‘ছন্নছাড়া’ ডাকে নোলক বুয়া।

  4. বুধা তার চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?

    উত্তরঃ বুধা তার চাচির বাড়িতে গেলে কুন্তির চোখ ছলছল করত।

  5. মিলিটারি কীভাবে গাঁয়ে প্রবেশ করে?

    উত্তরঃ মিলিটারি গুলি ছুড়তে ছুড়তে গ্রামে প্রবেশ করে।

Scroll to Top