চোখের সামনে নিজ মা-বাবা ও চার ভাই-বোনকে মরে যেতে দেখল কে? [MCQ]

5/5 - (3 votes)

[Question] চোখের সামনে নিজ মা-বাবা ও চার ভাই-বোনকে মরে যেতে দেখল কে?

(ক)বুধা
(খ)নোলক বুয়া
(গ)কুন্তি
(ঘ)শিল্পী শাহাবুদ্দিন

উত্তরঃ (ক) বুধা


Explanation: চোখের সামনে নিজ মা-বাবা ও চার ভাই-বোনকে মরে যেতে দেখল বুধা ৷

  1. বুধা মাইনটা কোথায় স্থাপন করেছিল?

    উত্তরঃ বুধা মাইনটা বাঙ্কারে স্থাপন করেছিল ৷

  2. ‘এই শুয়োরের বাচ্চা, ওঠ।’— কে বলে?

    উত্তরঃ ‘এই শুয়োরের বাচ্চা, ওঠ।’— মতিউর বলে ৷

  3. বুধাকে মাইনটি কে দিয়েছিল?

    উত্তরঃ বুধাকে মাইনটি শাহাবুদ্দিন দিয়েছিল ৷

  4. কে বুধাকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হবার স্বপ্ন দিয়েছে?

    উত্তরঃ চাচি বুধাকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হবার স্বপ্ন দিয়েছে ৷

  5. মশাল জ্বালিয়ে দেওয়ার কাজের পর বুধার নাম কি হয়েছিল?

    উত্তরঃ মশাল জ্বালিয়ে দেওয়ার কাজের পর বুধার নাম জয় বাংলা হয়েছিল ৷

  6. কি খেলে বুধার মগজ ভরে?

    উত্তরঃ বাতাস খেলে বুধার মগজ ভরে ৷

Author: Priobd