বুধা ফুলকলিকে জিলিপি খেতে দিয়েছিল কয়টি? [MCQ]

5/5(3 votes)

[Question] বুধা ফুলকলিকে জিলিপি খেতে দিয়েছিল কয়টি?

(ক)দুইটি
(খ)তিনটি
(গ)চারটি
(ঘ)পাঁচটি

উত্তরঃ (ক) দুইটি


Explanation: বুধা ফুলকলিকে জিলিপি খেতে দিয়েছিল দুইটি ৷

  1. কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় কিসের ছায়া নেমে আসে?

    উত্তরঃ কাকতাড়ুয়া সেজে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে বুধার মাথায় শকুনের ছায়া নেমে আসে ৷

  2. মিলিটারি আসার পরদিন গাঁয়ের মানুষ কী করে?

    উত্তরঃ মিলিটারি আসার পরদিন গাঁয়ের মানুষ পালাতে থাকে ৷

  3. বুধার মতে যে পালায়- সে কী?

    উত্তরঃ বুধার মতে যে পালায়- সে ভিতুর ডিম ৷

  4. মিলিটারি প্রথমবার আসার কত মাস পর দ্বিতীয়বার আসে?

    উত্তরঃ মিলিটারি প্রথমবার আসার দুই মাস পর দ্বিতীয়বার আসে ৷

  5. দ্বিতীয়বার এসে মিলিটারি গ্রামে কী বানায়?

    উত্তরঃ দ্বিতীয়বার এসে মিলিটারি গ্রামে ক্যাম্প বানায় ৷

Scroll to Top