কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে? [MCQ]

5/5(3 votes)

[Question] কাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে?

(ক)যারা মিলিটারির গুলিতে মারা গেছে
(খ)যারা যুদ্ধে গেছে
(গ)যারা ভারতে চলে গেছে
(ঘ)যারা কলেরায় মারা গেছে

উত্তরঃ (ক) যারা মিলিটারির গুলিতে মারা গেছে


Explanation: যারা মিলিটারির গুলিতে মারা গেছে, তাদের চেহারা বুধার বুকের ভেতর গেঁথে আছে ৷

  1. কেয়ামতের দিন সূর্য কোথায় থাকবে?

    উত্তরঃ কেয়ামতের দিন সূর্য মাথার এক হাত উপরে থাকবে ৷

  2. কোথায় পেয়ারা নিয়ে বুধা ক্যাম্পের দিকে যায়?

    উত্তরঃ জামার পকেটে ও কোমরে গুঁজে বুধা ক্যাম্পের দিকে যায় ৷

  3. পাকিস্তানি সেনাদের কাছে বুধা নিজের নাম কি বলে?

    উত্তরঃ পাকিস্তানি সেনাদের কাছে বুধা নিজের নাম কাকতাঝড়ুয়া বলে ৷

  4. কাদের দৃষ্টি প্রাণহীন?

    উত্তরঃ পাকিস্তানি সেনাদের দৃষ্টি প্রাণহীন।

  5. কোন ধরনের মানুষকে বুধার মানুষই মনে হয় না?

    উত্তরঃ প্রাণহীন দৃষ্টির মানুষকে বুধার মানুষই মনে হয় না।

Related Questions:

Scroll to Top