‘মনে হয় তুই আমার মুরুব্বি’- কার উক্তি? [MCQ]

5/5 - (3 votes)

[Question] ‘মনে হয় তুই আমার মুরুব্বি’- কার উক্তি?

(ক)হরিকাকুর
(খ)বুধার মায়ের
(গ)বুধার চাচির
(ঘ)নোলক বুয়ার

উত্তরঃ (গ) বুধার চাচির


Explanation: ‘মনে হয় তুই আমার মুরুব্বি’- বুধার চাচির উক্তি ৷

  1. মুক্তিবাহিনীর কমান্ডার কে?

    উত্তরঃ মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিন।

  2. কার নির্দেশনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল?

    উত্তরঃ শাহাবুদ্দিনের নির্দেশে বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল।

  3. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসটি কার লেখা?

    উত্তরঃ ‘হাঙ্গর নদী গ্রেনেট’ উপন্যাসটি সেলিনা হোসেনের লেখা ৷

  4. গাঁয়ের লোকেরা বুধার নাম কী রেখেছে?

    উত্তরঃ গাঁয়ের লোকেরা বুধার নাম রেখেছে- কাকতাড়ুয়া।

  5. চাচির মুখে কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়?

    উত্তরঃ চাচির মুখে ‘মুক্তি’ শব্দটি শুনে বুধা হোঁচট খায়।