মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) ১৯৭৯ সালে ৷
👁 117
Explanation
মাদার তেরেসা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কুষ্ঠরোগীর সেবা, অনাথ আশ্রম প্রতিষ্ঠা, মাদকবিরোধী প্রচারণা-সবখানেই তিনি নিজেকে মেলে ধরেছেন। মানুষের কল্যাণ কামনা করেছেন। আর তাই স্কোপিয়ে নামের ছোট্ট শহরের গন্ডী পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব নাগরিক। সব মানুষের একান্ত আপনজন, হয়ে উঠেছিলেন ‘বিশ্ব জননী’। মানব কল্যাণে ব্রত এই মহীয়সী নারী শান্তির জন্য ১৯৭৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Recommended For You
- মাদার তেরেসা দুঃখী মানবতার সেবার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে “নোবেল শান্তি পুরস্কার” অর্জন করেন ৷
- ১৯৫২ সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- ভারতের কলকাতা শহরে মাদার তেরেসা তার জীবনের বেশিরভাগ সময় দরিদ্র সেবায় কাটিয়েছিলেন ৷
- মাদার তেরেসার বাবা মায়ের নাম নিকোলাস বোজাকসহিউ এবং দ্রানাফিল বার্নাই ৷
- মাদার তেরেসা দার্জিলিং যাওয়ার পথে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন ৷
- মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া ৷
- মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান হলো নির্মল হৃদয় ৷
- মাদার তেরেজা তার পিতামাতার নয় নম্বর সন্তান ছিলেন ৷