মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? MCQ

মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) ‌১৯৭৯ সালে ৷

5/5(2 votes)
👁‍ 117

Explanation

মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ৷

মাদার তেরেসা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। কুষ্ঠরোগীর সেবা, অনাথ আশ্রম প্রতিষ্ঠা, মাদকবিরোধী প্রচারণা-সবখানেই তিনি নিজেকে মেলে ধরেছেন। মানুষের কল্যাণ কামনা করেছেন। আর তাই স্কোপিয়ে নামের ছোট্ট শহরের গন্ডী পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব নাগরিক। সব মানুষের একান্ত আপনজন, হয়ে উঠেছিলেন ‘বিশ্ব জননী’। মানব কল্যাণে ব্রত এই মহীয়সী নারী শান্তির জন্য ১৯৭৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

Recommended For You

Related Post

  1. মাদার তেরেজা ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য? MCQ
  2. মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? MCQ
5/5(2 votes)
Scroll to Top