মাদার তেরেসার বাবা মায়ের নাম কি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) নিকোলাস বোজাকসহিউ এবং দ্রানাফিল বার্নাই ৷
Explanation
অ্যাগনিসের জন্ম হয়েছিলো ১৯১০ সালের ২৬ আগস্ট স্কপিয়েতে। আলবেনিয়া অধিকৃত এ শহরটির লোকসংখ্যা ছিলো মাত্র পঁচিশ হাজার। মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। ক্যাথলিক খ্রিস্টানও ছিলো কিছু কিছু। তবে তাদের সংখ্যা উল্লেখ করার মতো তেমন কিছু নয়। অ্যাগনিসরা ছিলেন ক্যাথলিক খ্রিস্টান।
অ্যাগনিসের বাবা নিকোলাস বোজাঝিউ ছিলেন প্রতিষ্ঠিত ঠিকাদার। দালানকোঠা বানাতেন তিনি। এ কাজে ভালোই নাম- ডাক ছিলো তাঁর। স্কপিয়ের বিশ্বখ্যাত থিয়েটার ভবনটি নির্মাণ করেছিলেন নিকোলাস বোজাঝিউ। নগর পরিষদেরও সদস্য ছিলেন তিনি। মাতৃভাষা আলবেনীয় দান্তা ছাড়াও সার্বো-ক্রোয়েশীয় ও তুর্কি ভাষায় ভালো দখল ছিলো তাঁর। আর দয়ালু বলে শহরে সবাই শ্রদ্ধার চোখেই দেখতো তাঁকে।
অ্যাগনিসের মায়ের নাম ছিলো ড্রানাফিল বার্নাই। ইটালির ভেনিসের মেয়ে ছিলেন তিনি। ধর্মকর্মে দারুণ মন ছিলো তাঁর। সৃষ্টিকর্তার প্রতি ছিলো অসীম ভরসা। আর মনটা ছিলো দয়ায় ভরা। তাঁর কাছে সাহায্য চেয়ে কেউ কখনো বিমুখ হয়নি। সাধ্য মতো সবাইকে কিছু না কিছু সাহায্য করেছেন তিনি।
অ্যাগনিসরা ছিলেন এক ভাই দু বোন। ছেলেবেলা থেকেই ড্রানাফিল চেষ্টা করেছেন ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। সব সময় মহৎ মানুষদের গল্প বলতেন ওদের কাছে। নিজের সাথে করে নিয়ে যেতেন গির্জায়। পথে-প্রান্তরে পড়ে থাকা মানুষদের সাহায্য করার সময় ছেলেমেয়েরাও থাকতো তাঁর পাশে।
Recommended For You
- মাদার তেরেসা জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া ৷
- মাদার তেরেসা ছিলেন ক্যাথলিক ধর্মের অনুসারী ৷
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ৷
- মাদার তেরেসা প্রথম জীবনে লরেটো সংঘ করেন ৷
- মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান হলো নির্মল হৃদয় ৷
- মাদার তেরেসা ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মারা যান ৷
- মাদার তেরেসা আলবেনিয়ার নাগরিক ছিলেন ৷
- মাদার তেরেজা তার পিতামাতার নয় নম্বর সন্তান ছিলেন ৷
- ভারতের কলকাতা শহরে মাদার তেরেসা তার জীবনের বেশিরভাগ সময় দরিদ্র সেবায় কাটিয়েছিলেন ৷