চর্যাপদ নিয়ে MCQ প্রশ্ন উত্তর | পরিক্ষায় আসা চর্যাপদ থেকে প্রশ্ন উত্তর

5/5(1 vote)

চর্যাপদ নিয়ে MCQ প্রশ্ন উত্তর | পরিক্ষায় আসা চর্যাপদ থেকে প্রশ্ন উত্তর

1. চর্যাপদ কে আবিষ্কার করেন?

(ক) প্রবোধচন্দ্র বাগচী
(খ) ভারতচন্দ্র রায় গুণাকর
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) হরপ্রসাদ শাস্ত্রী

2. চর্যাপদের তিব্বতি অনুবাদ কে করেন?

(ক) কীর্তিচন্দ্ৰ
(খ) মুনিদত্ত
(গ) প্রবোধচন্দ্র বাগচী
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ (ক) কীর্তিচন্দ্ৰ

3. চর্যাপদ কোন ভাষায় রচিত?

(ক) বঙ্গ কামরূপী ভাষায়
(খ) হিন্দি ভাষায়
(গ) চীনা ভাষায়
(ঘ) আরবি ভাষায়

উত্তরঃ (ক) বঙ্গ কামরূপী ভাষায় ৷

4. চর্যাপদের বাঙালি কবি কে?

(ক) কাহ্নপা
(খ) ভুসুকুপা
(গ) শবরপা
(ঘ) লুইপা

উত্তরঃ (খ) ভুসুকুপা

5. চর্যাপদের পদকর্তা কতজন?

(ক) ২৪ জন
(খ) ২৩ জন
(গ) ২৫ জন
(ঘ) ২৬ জন

উত্তরঃ (ক) ২৪ জন

6. চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে?

(ক) লুইপা
(খ) কাহ্নপা
(গ) শবরপা
(ঘ) কুক্করীপা

উত্তরঃ (গ) শবরপা

7. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?

(ক) ১৯০৯
(খ) ১৯০৭
(গ) ১৮০০
(ঘ) ১৮৫৭

উত্তরঃ (খ) ১৯০৭

8. চর্যাপদের মহিলা কবি কে?

(ক) কাহ্নপা
(খ) শবরপা
(গ) লুইপা
(ঘ) কুক্করীপা

উত্তরঃ (ঘ) কুক্করীপা

9. চর্যাপদের কাল নির্ণয় করেন কে?

(ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) এনামুল হক

উত্তরঃ (ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

10. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

(ক) যতীন্দ্র মোহন বাগচী
(খ) প্রফুল্ল মোহন বাগচী
(গ) প্রবোধচন্দ্র বাগচী
(ঘ) প্রণয়ভূষণ বাগচী

উত্তরঃ (গ) প্রবোধচন্দ্র বাগচী

চর্যাপদ থেকে MCQ প্রশ্ন উত্তর

11. চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে?

(ক) শবরপা
(খ) লুইপা
(গ) কাহ্নপা
(ঘ) ভসুকুপা

উত্তরঃ (গ) কাহ্নপা

12. চর্যাপদের পান্ডুলিপি কে আবিষ্কার করেন?

(ক) বসন্তরঞ্জন রায়
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) দীনেশ সেন
(ঘ) বড় চন্ডীদাস

উত্তরঃ (খ) হরপ্রসাদ শাস্ত্রী

13. চর্যাপদের টীকাকারের নাম কী?

(ক) মুনিদত্ত
(খ) মীননাথ
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) প্রবোধচন্দ্র বাগচী

উত্তরঃ(ক) মুনিদত্ত

14. চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেন কে?

(ক) ড. হরপ্রসাদ শাস্ত্রী
(খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(গ) কীর্তিচন্দ্র
(ঘ) হাসনা জসীম উদ্দীন মওদুদ

উত্তরঃ (ঘ) হাসনা জসীম উদ্দীন মওদুদ

15. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

(ক) সেন
(খ) মুঘল
(গ) পাল
(ঘ) তুর্কী

উত্তরঃ (গ) পাল

16. চর্যাপদের কোন পদকর্তা ত্রিপুরার রাজা ছিলেন?

(ক) ডোম্বীপা
(খ) সরহপা
(গ) শান্তিপা
(ঘ) আর্যদেবপা

উত্তরঃ (ক) ডোম্বীপা

17. চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়?

(ক) কৈলারে
(খ) ঊড়িষা
(গ) আসাম
(ঘ) নেপালের রাজগ্রন্থাগার

উত্তরঃ (ঘ) নেপালের রাজগ্রন্থাগার ৷

18. চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি?

(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৮টি

উত্তরঃ (খ) ৬টি

19. চর্যাপদ কোন ছন্দে রচিত?

(ক) অক্ষরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) অমিত্রাক্ষর ছন্দ
(ঘ) স্বরবৃত্ত

উত্তরঃ (খ) মাত্রাবৃত্ত

20. চর্যাপদের প্রকৃত নাম কি?

(ক) চর্যাচর্যবিনিশ্চয়
(খ) চর্যাগীতিকোষ
(গ) বৌদ্ধ গান ও দোহা
(ঘ) চর্যাপদ

উত্তরঃ (ক) চর্যাচর্যবিনিশ্চয়

21. চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়?

(ক) বাংলাদেশ
(খ) নেপাল
(গ) ভুটান
(ঘ) উড়িষ্যা

উত্তরঃ (খ) নেপাল

22. চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?

(ক) শবরপা
(খ) লুইপা
(গ) কাহ্নপা
(ঘ) ভুসুকুপা

উত্তরঃ (খ) লুইপা

23. চর্যাপদ মূলত কিসের সংকলন?

(ক) কবিতার সংকলন
(খ) গানের সংকলন
(গ) প্রবন্ধের সংকলন
(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (খ) গানের সংকলন

24. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি?

(ক) নীতিচর্চা
(খ) ধর্মচর্চা
(গ) অনুবাদ চর্চা
(ঘ) সাহিত্য চর্চা

উত্তরঃ (খ) ধর্মচর্চা

25. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?

(ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) মুহম্মদ শহীদুল্লাহ
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) সুকুমার সেন

উত্তরঃ (ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি চর্যাপদ নিয়ে MCQ প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম আরও গুরুত্বপূর্ণ টপিকস, এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ৷