চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? [MCQ]

5/5(3 votes)

[Question] চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?

(ক)ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ)মুহম্মদ শহীদুল্লাহ
(গ)হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ)হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ (ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়


Explanation: চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন ৷

  1. চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রমাণ করেন কে?

    উত্তরঃ চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রমাণ করেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৷

  2. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার কোন গ্রন্থের মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা?

    উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার “Origin and Development of the Bengali Language” গ্রন্থের মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা ৷

  3. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?

    উত্তরঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ চর্যাপদ ৷

  4. সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন কে?

    উত্তরঃ সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার (১৯২০) ৷

  5. চর্যাপদ এর আদি কবি কে?

    উত্তরঃ চর্যাপদ এর আদি কবি বলা হয় লুইপা ৷ কেননা, তিনিই চর্যাপদের প্রথম পদটি রচনা করেন।

  6. চর্যাপদের ভাষা কি ছিল?

    উত্তরঃ চর্যাপদের ভাষা ছিলো সান্ধ্য ভাষা ৷

  7. শবরপা কে ছিলেন?

    উত্তরঃ শবরপা ছিলেন একজন চর্যাকর ৷

  8. শবরপার গুরু কে?

    উত্তরঃ শবরপার গুরু হলেন নাগার্জুন অর্থাৎ নাগার্জুনের শিষ্য ছিলেন শবরপার ৷ অন্যদিকে শবরপা লুইপা’র গুরু ছিলেন ৷ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বলেন শবরপা ছিলেন লুইপার গুরু

Related Questions: