চর্যাপদ মূলত কি ধরনের গ্রন্থ? [MCQ]

5/5(3 votes)

[Question] চর্যাপদ মূলত কি ধরনের গ্রন্থ?

(ক)প্রেম বিষয়ক গান
(খ)সাধন সম্পর্কিত গীত
(গ)জীবন যাপনের চিত্র
(ঘ)সমাজ জীবনের ছবি

উত্তরঃ (খ) সাধন সম্পর্কিত গীত 


Explanation: চর্যাপদ মূলত সাধন সম্পর্কিত ধরনের গ্রন্থ ৷

  1. ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

    উত্তরঃ ‘চর্যাপদ’ প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় ৷

  2. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?

    উত্তরঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। (কিন্তু সর্বজন স্বীকৃত বাংলা সাহিত্যের আদি নিদর্শন- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য) ৷

  3. ‘চর্যাপদ’ শব্দটির অর্থ কি?

    উত্তরঃ জীবন যাপনের পদ্ধতিকে চর্যা বলে। ‘চর্যা’ থেকে বর্তমানে ‘চর্চা’ শব্দটির উৎপত্তি। ‘পদ’ অর্থ চরণ বা পা। ‘চর্যাপদ’ শব্দটির অর্থ দাঁড়ায়, জীবন যাপনের পদ্ধতি বা আচরণ যে কবিতায় বা চরণে লিখিত থাকে। অর্থাৎ, ‘চর্যাপদ’-এর মূল অর্থ হলো ‘কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়।’

  4. চর্যাপদের প্রকৃত নাম কী?

    উত্তরঃ চর্যাপদের প্রকৃত নাম চর্যাচর্যবিনিশ্চয় ৷

  5. চর্যাপদকে সংক্ষেপে কী বলা হয়?

    উত্তরঃ চর্যাপদকে সংক্ষেপে ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ বলা হয় ৷

  6. ‘চর্যাপদ’ মূলত কী ধরনের গ্রন্থ?

    উত্তরঃ ‘চর্যাপদ’ মূলত কবিতা সংকলন বা গানের সংকলন ৷

Related Questions: