চর্যাপদ রচনার উদ্দেশ্য কি? [MCQ]

5/5(3 votes)

[Question] চর্যাপদ রচনার উদ্দেশ্য কি?

(ক)ধর্মচর্চা
(খ)নীতিচর্চা
(গ)অনুবাদ চর্চা
(ঘ)সাহিত্য চর্চা

উত্তরঃ (ক) ধর্মচর্চা


Explanation: চর্যাপদ রচনার উদ্দেশ্য হলো ধর্মচর্চা ৷

  1. হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাগীতিকা কবে প্রকাশিত হয়েছিল?

    উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাগীতিকা ১৯১৬ সালে প্রকাশিত হয়েছিল

  2. চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?

    উত্তরঃ চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা ৷

  3. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন?

    উত্তরঃ চর্যাপদের তিব্বতী অনুবাদ ড. প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কার করেন

  4. ‘চর্যাপদ’ মূলত কি?

    উত্তরঃ ‘চর্যাপদ’ মূলত গানের সংকলন ৷

  5. চর্যাপদ কে সম্পাদন করেন?

    উত্তরঃ চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদন করেন ৷

  6. চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

    উত্তরঃ চর্যাপদের ভাষায় পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়

  7. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন

    উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন

Related Questions: