সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? [MCQ]

5/5(3 votes)

[Question] সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

(ক)কাহ্নপা
(খ)শবরপা 
(গ)লুইপা
(ঘ)ভুসুকুপা

উত্তরঃ (ক) কাহ্নপা 


Explanation: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাহ্নপা কবির

হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত ‘চর্যাপদে’র ৫১টি কবিতা ২৪ জন কবির লেখা। এরা সকলে সহজিয়া বৌদ্ধ। কাহ্নপা ‘চর্যাপদে’র প্রধান কবিদের একজন।

‘চর্যাপদে’ কাহ্নপার ১৩টি পদ আছে। এর মধ্যে ২৪ সংখ্যক পদটি পাওয়া যায়নি। কাহ্নপা ‘চর্যাপদে’র সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা।

কাহ্নপার আরেক নাম কানুপা বা কৃষ্ণপাদ। তিনি রাজা দেবপালের রাজত্বকালে জীবিত ছিলেন। তাঁর বাড়ি উড়িষ্যায়। কানুপার জীবনকালের ঊর্ধ্বসীমা ৮৪০ খ্রিষ্টাব্দ।

  1. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি?

    উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ‘মহামহোপাধ্যায়’।

  2. চর্যাপদ কোন ভাষায় রচিত?

    উত্তরঃ চর্যাপদ বঙ্গকামরূপী ভাষায় রচিত

  3. চর্যাপদের কবির সংখ্যা কতজন ?

    উত্তরঃ চর্যাপদের কবির সংখ্যা ২৪ জন ৷

  4. চর্যাপদ কোথায় পাওয়া যায়?

    উত্তরঃ চর্যাপদ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে পাওয়া যায়

  5. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?

    উত্তরঃ চর্যাপদ তিব্বতি ভাষায় কীর্তিচন্দ্ৰ অনুবাদ করেন ৷

  6. টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কী?

    উত্তরঃ টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম আশ্চর্য চর্যাচয়

Related Questions: