চর্যাপদ কোন যুগের নিদর্শন? [MCQ]

5/5(3 votes)

[Question] চর্যাপদ কোন যুগের নিদর্শন?

(ক)আদিযুগ
(খ)মধ্যযুগ
(গ)আধুনিক যুগ
(ঘ)কোনোটিই নয়

উত্তরঃ (ক) আদিযুগ


Explanation: চর্যাপদ আদি যুগের নিদর্শন

  1. চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে?

    উত্তরঃ চর্যাপদের সাড়ে ছেচল্লিশটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

  2. চর্যার প্রাপ্ত কোন পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি?

    উত্তরঃ চর্যার প্রাপ্ত ১১ সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি

  3. ‘চর্যাপদ’ রচনার উদ্দেশ্য কী ছিল?

    উত্তরঃ ‘চর্যাপদ’ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা ৷

  4. চর্যাপদ কত জনের রচনার সন্ধান পাওয়া যায়?

    উত্তরঃ চর্যাপদ ২৪ জনের রচনার সন্ধান পাওয়া যায় ৷

  5. চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন পদ সম্পূর্ণ পাওয়া যায়নি?

    উত্তরঃ চর্যার প্রাপ্ত পুঁথিতে ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ সম্পূর্ণ পাওয়া যায়নি

  6. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

    উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন ৷

Related Questions: