চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? [MCQ]

5/5(3 votes)

[Question] চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

(ক)জৈন
(খ)সনাতন হিন্দু 
(গ)সহজিয়া বৌদ্ধ
(ঘ)হরিজন

উত্তরঃ (গ) সহজিয়া বৌদ্ধ 


Explanation: চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য

  1. “চর্যাপদ” কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?

    উত্তরঃ “চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কৃত হয়েছে ৷

  2. চর্যাগীতির পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

    উত্তরঃ চর্যাগীতির পুঁথি ১৯০৭ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ৷

  3. চর্যাপদের আবিস্কারক কে?

    উত্তরঃ চর্যাপদের আবিস্কারক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

  4. বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন কোনটি?

    উত্তরঃ বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন চর্যাপদ ৷

  5. চর্যাপদ কোন যুগের সাহিত্য নিদর্শন?

    উত্তরঃ চর্যাপদ প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন

  6. চর্যাপদের রচনাকাল কত?

    উত্তরঃ চর্যাপদের রচনাকাল সপ্তম-দ্বাদশ শতাব্দীতে ৷

Related Questions: