[Question] চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন?
(ক) | রাজেন্দ্রলাল মিত্র |
(খ) | হরপ্রসাদ শাস্ত্রী |
(গ) | কীর্তিচন্দ্র |
(ঘ) | প্রবোধচন্দ্র বাগচী |
Explanation: চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কার করেন ৷
-
মুনি দত্তের টিকার নাম কি?
উত্তরঃ মুনি দত্তের টিকার নাম নির্মলগিরা টিকা ৷
-
চর্যার গানগুলি কোন ভাষায় লেখা হয়েছিল?
উত্তরঃ চর্যার গানগুলি প্রাচীন বাংলা ভাষায় লেখা হয়েছিল ৷
-
মুনি দত্তের টিকার রচনাকাল কত?
উত্তরঃ মুনি দত্তের টিকার রচনাকাল দশম – দ্বাদশ শতাব্দী ।
-
চর্যাপদে মোট কয়টি পদের সন্ধান পাওয়া যায়?
উত্তরঃ চর্যাপদে মোট পঞ্চাশটি পদের সন্ধান পাওয়া যায় ।
-
প্রবোধচন্দ্র বাগচী কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?
উত্তরঃ প্রবোধচন্দ্র বাগচী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য ছিলেন ৷
-
প্রবোধচন্দ্র বাগচী কে ছিলেন?
উত্তরঃ প্রবোধচন্দ্র বাগচী ছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের অন্যতম পণ্ডিত, সাহিত্যের গবেষক এবং শিক্ষাবিদ।
-
প্রোবধ বাগচী কত সালে চর্যায় তিব্বতি অনুবাদ করেন?
উত্তরঃ প্রবোধ বাগচী ১৯৩৮ সালে চর্যায় তিব্বতি অনুবাদ করেন।
Related Questions: