[Question] ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
(ক) | ফ্রান্স |
(খ) | জার্মানী |
(গ) | বেলজিয়াম |
(ঘ) | ফিনল্যান্ড |
বেলজিয়ামকে কেন ইউরোপের ককপিট বা সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয় বিস্তারিত জানুনঃ—
ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, তার ঐতিহাসিক গুরুত্ব এবং কৌশলগত অবস্থানের কারণে ৷ বেলজিয়াম কেন্দ্রীয়ভাবে পশ্চিম ইউরোপে অবস্থিত এবং ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের মতো প্রধান ইউরোপীয় শক্তিশালি দেশগুলোর সাথে সীমানা রয়েছে ৷ বিভিন্ন ইউরোপীয় শক্তি এই মূল ক্রসরোডের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল বলে এর অবস্থান এটিকে ইতিহাস জুড়ে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।
বেলজিয়ামে বেশ কয়েকটি বড় যুদ্ধ হয়েছে ৷ যেমন ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধ সহ নেপোলিয়ন যুদ্ধের সময় বেলজিয়াম বেশ কয়েকটি যুদ্ধের স্থান ছিল ৷ প্রথম বিশ্বযুদ্ধ সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম আবার জার্মান বাহিনীর দখলে ছিল। যেখানে যুদ্ধের কিছু অংশ সংগঠিত হয় ৷ বেলজিয়াম ন্যাটো সদস্য হিসাবে স্নায়ুযুদ্ধের সময় একটি কৌশলগত ভূমিকা পালন করেছিল।
বেলজিয়াম যুদ্ধক্ষেত্র হিসেবেও ছিলো খুব সুবিধাজনক অবস্থানে ৷ বেলজিয়ামের সমতল ভূখণ্ড এবং নদী ও রাস্তা সহ উন্নত পরিবহণ অবকাঠামো এটিকে যুদ্ধের জন্য ভালো ছিলো ৷ দুটি বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম ইউরোপীয় সংঘাতের কেন্দ্রবিন্দু হিসাবে ভূমিকা পালন করেছে ৷
Also Link: পদ্মা সেতু বানানে কয়টি অক্ষর আছে?
আরও পড়ুনঃ