ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

[Question] ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

(ক)ফ্রান্স
(খ)জার্মানী
(গ)বেলজিয়াম
(ঘ)ফিনল্যান্ড

উত্তরঃ (গ) বেলজিয়াম


বেলজিয়ামকে কেন ইউরোপের ককপিট বা সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয় বিস্তারিত জানুনঃ—

ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, তার ঐতিহাসিক গুরুত্ব এবং কৌশলগত অবস্থানের কারণে ৷ বেলজিয়াম কেন্দ্রীয়ভাবে পশ্চিম ইউরোপে অবস্থিত এবং ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের মতো প্রধান ইউরোপীয় শক্তিশালি দেশগুলোর সাথে সীমানা রয়েছে ৷ বিভিন্ন ইউরোপীয় শক্তি এই মূল ক্রসরোডের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল বলে এর অবস্থান এটিকে ইতিহাস জুড়ে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।

বেলজিয়ামে বেশ কয়েকটি বড় যুদ্ধ হয়েছে ৷ যেমন ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধ সহ নেপোলিয়ন যুদ্ধের সময় বেলজিয়াম বেশ কয়েকটি যুদ্ধের স্থান ছিল ৷ প্রথম বিশ্বযুদ্ধ সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম আবার জার্মান বাহিনীর দখলে ছিল। যেখানে যুদ্ধের কিছু অংশ সংগঠিত হয় ৷ বেলজিয়াম ন্যাটো সদস্য হিসাবে স্নায়ুযুদ্ধের সময় একটি কৌশলগত ভূমিকা পালন করেছিল।

বেলজিয়াম যুদ্ধক্ষেত্র হিসেবেও ছিলো খুব সুবিধাজনক অবস্থানে ৷ বেলজিয়ামের সমতল ভূখণ্ড এবং নদী ও রাস্তা সহ উন্নত পরিবহণ অবকাঠামো এটিকে যুদ্ধের জন্য ভালো ছিলো ৷ দুটি বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম ইউরোপীয় সংঘাতের কেন্দ্রবিন্দু হিসাবে ভূমিকা পালন করেছে ৷

Also Link: পদ্মা সেতু বানানে কয়টি অক্ষর আছে?

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top