[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়?
(ক) | নেপালের রাজদরবার থেকে |
(খ) | গোয়ালঘর থেকে |
(গ) | পাঠশালা থেকে |
(ঘ) | কান্তজীর মন্দির থেকে |
Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয় ৷
- ”শ্রীকৃষ্ণকীর্তন কাব্য” আবিষ্কৃত হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কানকিল্যা গ্রামের একটি পরিবারের গোয়ালঘর থেকে ৷
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস ৷
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় ৷
- মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো – শ্রীকৃষ্ণকীর্তন।
- শ্রীকৃষ্ণকীর্তন তেরো(১৩) খন্ডে রচিত ৷
- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা ও বড়াই।
Related Questions: