গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত কোন ধরনের? [MCQ]

5/5(3 votes)

[Question] গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত কোন ধরনের?

(ক)গ্রেমগীতি
(খ)নাটগীতি
(গ)ধামালি
(ঘ)পদাবলি

উত্তরঃ (খ) নাটগীতি


Explanation: গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত নাটগীতি (নাট্যগীতি) ধরনের

চন্ডীদাসের সাধনসঙ্গিনী কে ছিল?

উত্তরঃ চন্ডীদাসের সাধনসঙ্গিনী রামী নাম্নী রজককন্যা ছিল ৷

শ্রীকৃষ্ণকীর্তন এর রাধার শাশুড়ির নাম কি?

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন এর রাধার শাশুড়ির নাম জটিলা ৷

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বড়ু চন্ডীদাসের ভনিতা কবার আছে?

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বড়ু চন্ডীদাসের ভনিতা চারবার আছে ৷

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয়?

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে আবিস্কার করা হয় ৷

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন?

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন ।

শ্রীকৃষ্ণ কার কাছে রাধার পরিচয় শুনে লক্ষ্মীর স্বরুপ চিনতে পেরেছিলেন?

উত্তরঃ শ্রীকৃষ্ণ বড়াই এর কাছে রাধার পরিচয় শুনে লক্ষ্মীর স্বরুপ চিনতে পেরেছিলেন ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions: