শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?

(ক)দীন চণ্ডীদাস
(খ)বড়ু চণ্ডীদাস
(গ)দীনহীন চণ্ডীদাস
(ঘ)জ্ঞানদাস

উত্তরঃ (খ) বড়ু চণ্ডীদাস


সংক্ষেপে ব্যাখ্যাঃ

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস

বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বপ্রথম কবি ছিলেন বড়ু চণ্ডীদাস। তাঁর কাব্যের নাম শ্রীকৃষ্ণকীর্তন। কবি তাঁর অমর কবিপ্রতিভার মাধ্যমে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে উৎকর্ষের পরিচয় দান করেছেন তার উজ্জ্বল স্বাক্ষর আছে কাব্যটির সর্বত্র। রাধাকৃষ্ণের অমর প্রেমকাহিনী এর উপজীব্য। তবে তাতে বৈষ্ণবীয় আধ্যাত্মিকতার চেয়ে মানবিক বৈশিষ্ট্য প্রাধান্য পেয়েছে। আর এই মানবিক আবেদনের জন্য শ্রীকৃষ্ণকীর্তন সাহিত্যের ইতিহাসে সমাদর লাভ করে আছে।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে তেরটি খণ্ডের মধ্যে বংশী খণ্ড ও বিরহ খণ্ড কাব্যগুণে সর্বাধিক গুণান্বিত এবং সে কারণে খণ্ড দুটি ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে সমধিক গুরুত্ব পেয়েছে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]