The Spirit of Laws গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] The Spirit of Laws গ্রন্থের রচয়িতা কে?

(ক)অধ্যাপক গেটেল
(খ)লর্ড ব্রাইস
(গ)মন্টেস্কু
(ঘ)জে এস মিল

উত্তরঃ (গ) মন্টেস্কু


সংক্ষেপে ব্যাখ্যাঃ

The Spirit of Laws গ্রন্থের রচয়িতা হলেন মন্টেস্কু ৷

“দ্য স্পিরিট অফ দ্য লজ” (ফরাসি: “De l’esprit des lois”) ফরাসি দার্শনিক চার্লস ডি সেকেন্ডেট, ব্যারন দে মন্টেস্কিউ দ্বারা লিখিত গ্রন্থ ৷ ১৭৪৮ সালে প্রকাশিত বইটি রাজনৈতিক ইতিহাসে ব্যাপক সাড়া পেয়েছে ৷ “দ্য স্পিরিট অফ লজ” বইটিতে লেখক মন্টেস্কিউ বিভিন্ন ধরনের সরকারের অন্তর্নিহিত নীতিগুলি যেমন রাজতন্ত্র, প্রজাতন্ত্র এবং স্বৈরাচারীতাগুলি টার্গেট করেন।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]