The City of God গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] The City of God গ্রন্থের রচয়িতা কে?

(ক)এপিকিউরাস
(খ)হেরাক্লিটাস
(গ)সেন্ট টমাস অ্যাকিনাম
(ঘ)সেইন্ট অগাস্টিন

উত্তরঃ (ঘ) সেইন্ট অগাস্টিন


সংক্ষেপে ব্যাখ্যাঃ

The City of God গ্রন্থের রচয়িতা হলেন সেইন্ট অগাস্টিন ৷৷

“দ্য সিটি অব গড” (ল্যাটিন: “De Civitate Dei”) হিপ্পোর অগাস্টিন দ্বারা লিখিত একটি স্মারক রচনা ৷ তিনি ছিলেন খ্রিস্টীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী ধর্মতত্ত্ববিদ এবং দার্শনিক ৷ ৪১০ খ্রিস্টাব্দে ভিসিগথদের কাছে রোমের পতনের প্রতিক্রিয়া হিসাবে এটি ৫ম শতাব্দীর প্রথম দিকে বইটি লেখা হয়েছিল। বইটি ২২টি খন্ডে বিভক্ত এবং এতে ধর্মতাত্ত্বিক, দার্শনিক এবং ঐতিহাসিক বিষয়ের বিস্তৃত পরিসরকে লেখা হয়েছে।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]