The Prince গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] The Prince গ্রন্থের রচয়িতা কে?

(ক)ম্যাকিয়াভেলি
(খ)এরিস্টটল
(গ)জন লক
(ঘ)রুশো

উত্তরঃ (ক) ম্যাকিয়াভেলি


সংক্ষেপে ব্যাখ্যাঃ

The Prince গ্রন্থের রচয়িতা হলেন ম্যাকিয়াভেলি

বিশ্ব ইতিহাসে কিংবদন্তিতুল্য নাম নিকোলো মেকিয়াভেলি (১৪৬৯-১৫২৭)। পাঁচশত বছর আগের এই রাজনীতিক, দার্শনিক, কূটনীতিক, ইতিহাসবিধ সর্বোপরি মানবতাবাদী মহাপুরুষের নাম আজও উচ্চারিত হয় মানুষের মুখেমুখে। উচ্চারিত হয় প্রসংশায়। এর কারণ বোধকরি অভিষ্ট অর্জন বা স্বার্থ হাসিলে মেকিয়াভেলি অতুলনীয় প্রজ্ঞা, বুদ্ধির প্রখরতা কিংবা কূটনীতিক চাল তাঁকে এমন পর্যায়ে উন্নীত করেছে।

রাজনীতি তথা রাষ্ট্রতত্ত্ব পঠন-পাঠনে আজও গুরুত্বসহকারে পঠিত হচ্ছে তাঁর বিশ্বখ্যাত গ্রন্থ ‘দ্য প্রিন্স’। অনুশীলন করা করা হয় তাঁর কূটরাজনীতিক পথরেখা। মূলত এই গ্রন্থের বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বিশ্বখ্যাত মতবাদ ‘মেকিয়াভেলিবাদ’ বা ‘মেকিয়াভেলিয়ান’। অভিধান থেকে কোষগ্রন্থ সর্বত্রই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে এই ‘মেকিয়াভেলিবাদ’ (Machiavellian)।

বিশ্বখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ, কূটনীতিক, ইতিহাসবিদ এবং মানবতাবাদী লেখক মেকিয়াভেলির জন্ম ১৪৬৯ খ্রিস্টাব্দের ৩ মে ইতালির ফ্লোরেন্স নগরীতে। পুরো নাম নিকোলো ডি বার্নাডো ডে-ই মেকিয়াভেলি। ১৫২৭ খ্রিস্টাব্দের ২১ জুন ৫৮ বছর বয়সে ফ্লোরেন্সেই তাঁর মৃত্যু হয়। তিনি ১৫০২ খ্রিস্টাব্দে মেরিয়েটা কোরসিনিকে বিয়ে করেন। তাঁর বাবা বার্নাডো ডি নিকোলো মেকিয়াভেলি ছিলেন আইনবিদ।

মেকিয়াভেলি ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র এবং ল্যাটিন ভাষা-সাহিত্য অধ্যয়ন করেন। বলা হয়ে থাকে তিনি গ্রিক ভাষা পড়েননি। যদিও সেসময় ফ্লোরেন্স ছিল ইউরোপের গ্রিকপণ্ডিতদের মিলনকেন্দ্র। ১৪৯০ খ্রিস্টাব্দে মেডেসি পরিবারকে হটিয়ে ফ্লোরেন্স স্বাধীন হয়েছিল। এই মেডেসি পরিবার প্রায় ষাট বছর ফ্লোরেন্স শাসন করে। মেকিয়াভেলি ফ্লোরেন্সের দ্বিতীয় বিচারকের অধীনে চাকরিতে যোগ দেন। তিনি ফ্লোরেন্সের দাপ্তরিক নথিপত্র পুনর্লিখনের কাজ করেন।

অল্পদিনের মধ্যেই তাঁকে প্রধান শাসকের সচিব নিয়োগ করা হয়। ষোড়শ শতকের প্রথম দশকে দেশের পক্ষে তিনি বহু কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইতালির রোমে পোপের দায়িত্ব পালন। তিনি দেখেছেন সিজার বর্জিয়া এবং তাঁর পিতা পোপ ষষ্ঠ আলেকজান্ডারের রাজ্য বিস্তার ও প্রশাসনের কঠিন নিষ্ঠুরতা। যারা মধ্য ইতালির অধিকাংশ ভূখণ্ড নিজেদের অধিকারে নিতে সক্ষম হয়েছিলেন। বর্জিয়া রাজ্যবিস্তারে গির্জার ভূমিকার পক্ষে সাফাই গেয়েছেন। দ্বাদশ লুইস এবং সেপনিস ফোর্টের দেয়া মৃত্যুদণ্ড মেকিয়াভেলিকে রাষ্ট্রশাসক সম্বন্ধে বিশেষ করে দ্য প্রিন্স গ্রন্থ রচনায় উদ্বুদ্ধ করে।

১৫০০ থেকে ১৫০৬ খ্রিস্টাব্দে ফ্লেরেনটাইন সেনা অভিযানে মেকিয়াভেলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিয়োগকৃত সেনাবাহিনীর উপর আস্থা না রেখে দেশের জনগণকে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর বিশ্বাস নিয়োগকৃত সেনবাহিনী দেশের স্বার্থকে যতটা না গুরুত্ব দেয়, তার চেয়ে বেশি দেয় চাকরিকে। এতে তিনি স্বার্থকতাও অর্জন করেন। তাঁর নেতৃত্বে ১৫০৯ খ্রিস্টাব্দে নাগরিক সেনারা পিসাকে পরাজিত করে। অবশ্য মেকিয়াভেলির এই পদ্ধতি দীর্ঘদিন স্থায়ী হয়নি।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]