Discovery of Bangladesh গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] Discovery of Bangladesh গ্রন্থের রচয়িতা কে?

(ক)আতিউর রহমান
(খ)মোহাম্মদ ফরাসউদ্দিন
(গ)আকবর আলি খান
(ঘ)রেহমান সোবহান

উত্তরঃ (গ) আকবর আলি খান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

Discovery of Bangladesh গ্রন্থের রচয়িতা হলেন আকবর আলি খান ৷

আকবর আলি খান ছিলেন একজন বাংলাদেশি সরকারি আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। তিনি ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

‘৭১ পূর্ববর্তী সময়ে তিনি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন, ছিলেন বঙ্গবন্ধুর অসহযোগের সমর্থক। ২৫ মার্চের কালরাতের পর যখন অস্থায়ী সরকার গঠিত হয়নি, তখনই নিজ এলাকা হবিগঞ্জে পুলিশের অস্ত্র সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেন তিনি, নিজ হাতে তৈরি করেন অস্ত্র উন্মুক্তকরণের সরকারি লিখিত অনুমতি। অস্থায়ী সরকারের জন্য তহবিল গড়তে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে তিন কোটি টাকা ট্রাকে করে আগরতলা পৌঁছে দেন। বাঙালির চেতনা ও অহংকারের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতার সাথে কর্তব্য পালন করা এই মানুষটির নাম আকবর আলি খান।

সবশেষে, Discovery of Bangladesh(ডিসকভারি অব বাংলাদেশ) গ্রন্থের রচয়িতা হলো আকবর আলি খান ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]