রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা কে?

(ক)নওয়াজিস খান
(খ)গোলাম হোসেন সেলিম
(গ)সাবিরিদ খান
(ঘ)ফকির গরীবুল্লাহ

উত্তরঃ (খ) গোলাম হোসেন সেলিম


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ গোলাম হোসেন সেলিম জাইদপুরী।

বাঙলার সুলতানদের ইতিহাসের আদিকাল থেকে শুরু করে একদম শেষ নবাব পর্যন্ত খুবই সুন্দর বর্ণনা রয়েছে বইটিতে। মোঘল পাদশাহদের ক্রমান্বয়ে দূর্বলতার সুযোগে বাঙলা, বিহার ও উড়িষ্যায় নবাবী শুরু করে অবশেষে শেষ অধ্যায় সূচিত হয় আলিবর্দির ষড়যন্ত্রের মধ্য দিয়ে। বাঙলার সাথে ত্রিপুরার সংযুক্তির ইতিহাসও এই বইতে লিপিবদ্ধ রয়েছে, যা অতি সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ।

ফার্সী ভাষায় লেখা ‘রিয়াজ-উস-সালাতিন’-এর লেখক গোলাম হুসেন সলীম। শ্রীরামপ্রাণ গুপ্তের সম্পাদনায় উক্ত গ্রন্থের বর্তমান অনুবাদটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩১২ বাংলা সালে। কোলকাতার ‘অন্তঃপুর কার্য্যালয়’ থেকে গ্রন্থটি প্রকাশ করে শ্রীশশিভূষণ চক্রবর্তী। সম্ভবত বাংলা ভাষায় রিয়াজের ওটাই প্রথম অনুবাদ ও প্রকাশ। এর বেশ পরে উক্ত গ্রন্থের অন্য অনুবাদ আমরা লক্ষ করি।

যারা ইতিহাস চর্চা করেন এবং যারা উৎসাহী পাঠক, তারা রিয়াজ-উস- সালাতিন সম্পর্কে জানেন। বঙ্গদেশের ইতিহাস জানা ও চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় এ গ্রন্থের মূল্য ও গুরুত্ব কতটা, তা নতুন করে বলবার প্রয়োজন নেই। আর, যারা এ গ্রন্থটি সম্পর্কে তেমন কিছু জানেন না, তাদের জন্য গ্রন্থটি অবশ্য পাঠের পর্যায়ে পড়ে।

শ্রীরামপ্রাণ গুপ্ত কেন ও কীভাবে রিয়াজ-উস-সালাতিন সম্পর্কে উৎসাহী হয়ে উঠলেন, কারা গ্রন্থটির অনুবাদের সঙ্গে যুক্ত হলেন, কারা নানাভাবে সহায়তা করলেন, তা বর্তমান সংস্করণের এই ভূমিকায় উল্লেখ করা অপ্রয়োজনীয়। কারণ ১৩১২ বাংলা সালের ভূমিকায় (যা গ্রন্থে ‘বিজ্ঞাপন’ শিরোনামে প্রকাশিত হয়েছে) শ্রীরামপ্রাণ গুপ্ত সে-সম্পর্কে বিস্তারিত বলেছেন।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]