কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে?

(ক)আবুল ফজল
(খ)জন লক
(গ)জিয়াউদ্দিন বারানী
(ঘ)আল-বিরুনী

উত্তরঃ (ঘ) আল-বিরুনী


সংক্ষেপে ব্যাখ্যাঃ

কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন আল-বিরুনী ৷

আবু রায়হান আল-বেরুনি (৯৭৩- ১০৪৮) ছিলেন বিশ্বখ্যাত আরব শিক্ষাবিদ ও গবেষক। তিনি ছিলেন গণিত, জ্যোতিঃপদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী। ছিলেন ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক, চিকিৎসা বিজ্ঞান, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বেরও নিরপেক্ষ বিশ্লেষক। নির্ভীক সমালোচক ও সঠিক মতামতের জন্য যুগশ্রেষ্ঠ বলে স্বীকৃত ছিলেন। তিনি একটি অতি সাধারণ ইরানি পারিবারে খাওয়ারিজমের শহরতলিতে জন্মগ্রহণ করেন।

তার বাল্যকাল অতিবাহিত হয়েছিলো আল-ইরাক বংশীয় রাজপতি বিশেষ করে আবু মনসুর বিন আলী বিন ইরকের তত্ত্ববধানে। তিনি সুদীর্ঘ ২২ বছর রাজকীয় অনুগ্রহে কাটিয়েছেন। অধ্যয়নকালেই তিনি তার কিছু প্রাথমিক রচনা প্রকাশ করেন এবং প্রখ্যাত দার্শনিক ও চিকিৎসাশাস্ত্রজ্ঞ ইবন সিনার সাথে পত্র বিনিময় করেন। আল বিরুনির মাতৃভাষা ছিল খাওয়ারিজিম আঞ্চলিক ইরানি ভাষা। কিন্তু তিনি তার রচনাবলি আরবিতে লিখে গেছেন। তিনি গ্রিক, হিব্রু ও সিরীয় ভাষাও জানতেন।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]