তবকাত ই নাসিরী গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] তবকাত ই নাসিরী গ্রন্থের রচয়িতা কে?

(ক)জিয়াউদ্দিন বারানী
(খ)মুহম্মদ কাশিম ফিরিস্তা
(গ)মিনহাজ উস সিরাজ
(ঘ)খাজা নিযামুদ্দিন আহমদ

উত্তরঃ (খ) মিনহাজ উস সিরাজ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

তবকাত ই নাসিরী গ্রন্থের রচয়িতা হলেন মিনহাজ উস সিরাজ ৷

তবকাত-ই-নাসিরী (১২৬০ সালে সম্পন্ন) গ্রন্থটিতে ইসলামের অভ্যুদয় থেকে আরব ও প্রাচ্যে মুসলিম শাসনকাল এবং তাঁদের কীর্তির বিশদ বৃত্তান্ত লিপিবদ্ধ হয়েছে। লেখক মীনহাজ-ই-সিরাজ (১১৯৩-১২৬৬ খ্রিষ্টাব্দের পর) ছিলেন দিল্লির কাজি। কর্মসূত্রে সুলতানি আমলের বাংলায় (১২৪৩-৪৪) এসে সরেজমিনে তথ্য সংগ্রহ করার পর দিল্লি ফিরে রচনা করেন এই বই। দিল্লির সুলতানের বিরুদ্ধে খলজিদের বিদ্রোহ, বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলায় তুর্কি অধিকার, ব্যর্থ তিব্বত অভিযান ও তাঁর মৃত্যু পর্যন্ত বাংলার ৫৪ বছরের একমাত্র ইতিহাস এই বই।

সবশেষে, তবকাত ই নাসিরী গ্রন্থের রচয়িতা হলো মিনহাজ উস সিরাজ ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]