কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

5/5(3 votes)

[Question] কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা কে?

(ক)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ)সৈয়দ শামছুল হক
(গ)সৈয়দ আনোয়ার হোসেন
(ঘ)সেলিনা হোসেন

উত্তরঃ (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷

চিন্তা করিও না। জীবনে বহু ঈদ এই কারাগারে আমাকে কাটাতে হয়েছে, আরও কত কাটাতে হয় ঠিক কি? তবে কোনো আঘাতেই আমাকে বাঁকাতে পারবে না। খোদা সহায় আছে।

বই থেকে নেওয়া

‘কারাগারের রোজনামচা’ বইটির নামকরণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং ভূমিকা লিখেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে ‘Prison Diaries’ নামে এবং অনুবাদ করেছেন ড. ফকরুল আলম।

কারাগারে রোজনামচা সেই কারাগারে থাকার দিনগুলোর প্রতিলিপি। ভাষা আন্দোলন থেকে শুরু করে কিভাবে প্রতি পদের বাধা অতিক্রম করে চলতে হয়েছে, তার অনেকটা বিবরণ আছে এই বইয়ে। স্বাধীনতা একদিনে আসে নি বা তা আসার রাস্তাটাও একদিনে তৈরি হয়ে যায় নি। ইটের গাথুনি দিয়ে দিয়ে কি করে এটাকে প্রসারিত করা হয়েছে, তার পেছনে রয়েছে হাজারো দুঃখ ব্যথার ইতিহাস।

১৯৪৮ থেকে শুরু করে ১৯৬৬ সালের ছয়দফা দাবী আদায়ের সময় পর্যন্ত বিভিন্ন বার শেখ মুজিবকে কারাগারে যেতে হয়েছে। ৬৮ সালের পর কারাগারে বসে তিনি তার এই জেলজীবনের দিনগুলোর কথা লিখেছেন। ছোট ছেলে তখন জানতো কারাগার তার বাবার বাড়ি। সে মাঝে মাঝে চাইতো তার বাবাকে বাড়ি নিয়ে যেতে। তা কি কখনো সম্ভব! তাই তিনি ছেলেকে বুঝিয়ে বলতেন, “তুমি তোমার মায়ের বাড়ি যাও আমি এই বাড়িতে থাকি। আমাকে মাঝে মাঝে দেখতে এসো।”

সেই দিনগুলোর কথা তিনি লিখে গিয়েছেন। জেল খানার ভেতরে যে অন্যরকম এক জীবন, তার বর্ণনা রয়েছে এই বইয়ে।

লেখক পরিচিতিঃ

শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি বাঙালি জাতির জনক এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বাংলার মানুষের প্রতি অকৃত্তিম ভালোবাসার জন্য বঙ্গবাসী তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়াচীন’ তার উল্লেখযোগ্য গ্রন্থ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কতিপয় দেশদ্রোহীর হাতে পরিবারের কিছু সদস্যসহ লেখক গুলিবিদ্ধ হন এবং মৃত্যুবরণ করেন।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]