শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? [MCQ]

5/5(3 votes)

[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?

(ক)১৯০৭ সালে
(খ)১৯০৮ সালে
(গ)১৯০৯ সালে
(ঘ)১৯১৬ সালে

উত্তরঃ (গ) ১৯০৯ সালে


Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ১৯০৯ সালে আবিষ্কৃত হয় ৷ “শ্রীকৃষ্ণকীর্তন কাব্য” আবিষ্কৃত হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কানকিল্যা গ্রামের একটি পরিবারের গোয়ালঘর থেকে ৷

  1. “রাধাবিরহ” অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে?

    উত্তরঃ “রাধাবিরহ” অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন বিমানবিহারী মজুমদার ৷

  2. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের কততম গ্ৰন্থ?

    উত্তরঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের দ্বিতীয়তম গ্ৰন্থ ৷

  3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কিসের উপর লেখা?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি তুলোট কাগজের উপর লেখা ৷

  4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ঝুমুর গানের লক্ষণ আছে ৷

  5. রাধার বাবা কে?

    উত্তরঃ রাধার বাবা সাগর ৷

  6. “ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতি” কত সংখ্যক পদ?

    উত্তরঃ “ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতি” ২০৯ সংখ্যক পদ ৷

  7. ‘ললাট লিখিত খন্ডন না জাএ’ – কোন খণ্ডের অংশ?

    উত্তরঃ ‘ললাট লিখিত খন্ডন না জাএ’ – দান খণ্ডের অংশ ৷

  8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল ১৯১৬ সালে ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions: