শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড কয়টি? [MCQ]

[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড কয়টি?

(ক)৯টি
(খ)১১টি
(গ)১৩টি
(ঘ)১৫টি

উত্তরঃ (গ) ১৩টি


Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড ১৩টি ৷ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম খন্ড জন্মখণ্ড এবং শেষ খন্ড রাধাবিরহ ৷ খন্ডগুলো হলোঃ জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ।

  1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিশেষত্ব কোথায়?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রধান বিশেষত্ব হলো আখ্যান ধর্ম , নাটকীয়তা , গীতিরস ,  চারিত্রিক দন্দ্ব।

  2. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তাম্বুল খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন ৷

  3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স কত?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স এগারো বছর ৷

  4. বড়াই রাধার সম্পর্কে কি হন ?

    উত্তরঃ রাধার মাতার পিসি হলেন বড়াই।

  5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের কাহিনী অসম্পূর্ণ ?

    উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভার খন্ডের কাহিনী অসম্পূর্ণ ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top