[Question] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড কয়টি?
(ক) | ৯টি |
(খ) | ১১টি |
(গ) | ১৩টি |
(ঘ) | ১৫টি |
Explanation: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড ১৩টি ৷ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম খন্ড জন্মখণ্ড এবং শেষ খন্ড রাধাবিরহ ৷ খন্ডগুলো হলোঃ জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ।
-
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিশেষত্ব কোথায়?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রধান বিশেষত্ব হলো আখ্যান ধর্ম , নাটকীয়তা , গীতিরস , চারিত্রিক দন্দ্ব।
-
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তাম্বুল খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন ৷
-
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স কত?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বয়স এগারো বছর ৷
-
বড়াই রাধার সম্পর্কে কি হন ?
উত্তরঃ রাধার মাতার পিসি হলেন বড়াই।
-
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের কাহিনী অসম্পূর্ণ ?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভার খন্ডের কাহিনী অসম্পূর্ণ ৷
Related Questions: