কম্পিউটার কী ধরনের যন্ত্র? [MCQ]

5/5(4 votes)

Question:- কম্পিউটার কী ধরনের যন্ত্র?

উত্তরঃ B. ইলেকট্রনিক যন্ত্র

Explanation:- কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্র

  1. কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?

    উত্তরঃ কম্পিউটারে তিন ধরনের ড্রাইভ থাকে ৷

  2. কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়?

    উত্তরঃ পেনড্রাইভ ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় ৷

  3. কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?

    উত্তরঃ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম বিজয় ৷

  4. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?

    উত্তরঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে সফটওয়্যার বলে ৷

  5. কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?

    উত্তরঃ কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় ৷

Related Questions:-