কাশবনের কন্যা কার লেখা? [MCQ]

5/5(3 votes)

[Question] কাশবনের কন্যা কার লেখা?

(ক)আবু জাফর শামসুদ্দিন
(খ)শামসুদ্দীন আবুল কালাম
(গ)আবদুল গাফফার চৌধুরী
(ঘ)আবুল কালাম শামসুদ্দিন

উত্তরঃ (খ) শামসুদ্দীন আবুল কালাম


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে কাশবনের কন্যা, শামসুদ্দীন আবুল কালাম এর লেখা ৷

বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস প্রকাশ করেই যশস্বী এবং জনপ্রিয় হওয়ার বহু দৃষ্টান্ত আছে। শামসুদ্দীন আবুল কালামও (১৯২৬) এই দৃষ্টান্তমালার মধ্যে অন্যতম উল্লেখ্য এক উপন্যাসকার। তাঁর কাশবনের কন্যা (১৯৫৪) উপন্যাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে আলোড়ন তুলেছিল, এবং আমাদের মতে, পূর্ব পাকিস্তান তথা পরবর্তী বাংলাদেশের গল্প-উপন্যাস যে পশ্চিম বাংলা তথা সর্ববঙ্গীয় গল্প- উপন্যাসের ব্যাপকতর ধারার মধ্যে একটি নিজস্বতা অর্জন করতে শুরু করেছিল-সৈয়দ ওয়ালীউল্লাহ-র লালসালু (১৯৪৮)-র পরে তারও এক প্রকৃষ্ট উদাহরণ।

তখন পূর্ব পাকিস্তান নামাঙ্কিত পূর্ববাংলার ব্যাপকতর বাঙালি জীবন যে সব কারণে বৃহত্তর বাংলা কথাসাহিত্যে তেমনভাবে প্রতিফলিত হয়নি তার প্রাতিবেশিক কারণগুলি এখানে সম্পূর্ণ আলোচনা করার অবকাশ নেই। পদ্মা প্রমত্তা নদী ও অন্যান্য গল্প-উপন্যাসের লেখক সুবোধ বসু সে অর্থে জনপ্রিয় ছিলেন না, কুরপালা, গৌরীগ্রাম, শতাব্দীর লেখক রমেশ চন্দ্র সেনও না। প্রমথনাথ বিশীর পদ্মা বা জোড়াদিঘির চৌধুরী পরিবার সে অর্থে জনজীবনের আখ্যান নয়। যদি বলি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দক্ষিণ-পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ- আশ্রিত উপন্যাসগুলিও ভূমিগত জনজীবনের ছবি হয়ে উঠতে পারেনি, তা বিতর্কিত সিদ্ধান্ত হবে, তবে হয়তো সম্পূর্ণ ভ্রান্ত সিদ্ধান্ত হবে না।

নরেন্দ্রনাথ মিত্রের ছোটোগল্পে অবশ্য পূর্ববাংলার জনজীবনের দু’একটি ঘনিষ্ঠ ছবি আছে। পরবর্তীকালে উদবাস্তু লেখক অতীন বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় পূর্ববঙ্গ এসেছে মূলত নস্টালজিয়ার ভেলায় চড়ে। সে ভূমি অল্পবিস্তর অতীতে এবং এক বিষণ্ণ সৌন্দর্যে আশ্রিত। কিন্তু এসব বহু আখ্যানেই প্রধান-ভাবে জুড়ে আছে মধ্যবিত্ত (কখনও বা জমিদার শ্রেণিভুক্ত) হিন্দু সমাজ। অখণ্ড বাংলার খাদ্য-অর্থনীতির যারা প্রাণ ছিল সেই কৃষক- মৎস্যজীবী সমাজের, বিশেষত মুসলমান শ্রমজীবী সমাজের গভীর ও অন্তরঙ্গ ছবি এঁদের লেখায় খুব বিস্তারিতভাবে নেই। দেশভাগ পূর্ববর্তীকালে প্রকাশিত বাঙালি মুসলমান লেখকদের গল্প-উপন্যাস সম্বন্ধেও বহুলত এই কথা বলা যেতে পারে, যদিও কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে। তাঁদের মূল উপজীব্য ছিল জায়মান মুসলমান মধ্যবিত্ত সমাজের জীবন।

  1. কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?

    উত্তরঃ কাশবনের কন্যা একটি উপন্যাস ৷

  2. কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা কে?

    উত্তরঃ কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা হলেন শামসুদ্দীন আবুল কালাম

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Scroll to Top