কালো বরফ কার লেখা? [MCQ]

[Question] কালো বরফ কার লেখা?

(ক)আজমদ ছফা
(খ)সেলিনা হোসেন
(গ)মাহমুদুল হক
(ঘ)শহীদুল জহির

উত্তরঃ (গ) মাহমুদুল হক


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে কালো বরফ, মাহমুদুল হক এর লেখা ৷

বাংলা সাহিত্য জগতে মাহমুদুল হকের “কালো বরফ” একটি কালজয়ী উপন্যাস। মাহমুদুল হকের লেখার মান উন্নয়নে প্রথম দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কবি শহীদ কাদরী। লিপিকুশল বন্ধুবান্ধব ও বাসার সবার কাছে ‘বটু’ নামে পরিচিত মাহমুদুল হক শুধু চরিত্রের রূপায়ণই নয়, যে শব্দচিত্র দিয়ে গড়ে তোলা হয় উপন্যাসের সুবিশাল ক্যানভাস, সেই শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মুক্তাদানা বেছে নেওয়ার দক্ষতা দেখিয়েছেন তিনি। মুক্তাদানার মতো সব জ্বলজ্বলে শব্দে গেঁথেছেন গদ্যের অপূর্ব মালা। এই বইটিও তার ব্যতিক্রম নয়। বইটির রচনাকাল ১৯৭৭ সালের (২১-৩০) আগস্ট। প্রথম প্রকাশিত হয়েছে সাপ্তাহিক পূর্বাণীর ঈদসংখ্যায় এবং ইংরেজিতে অনূদিত হয়েছে ‘Black Ice’ শিরোনামেও।

ভিন্নধর্মী প্লট, ভিন্নধর্মী লেখার ভঙ্গিমা, শক্তিশালী সংলাপে গড়া এক উপন্যাস(কালো বরফ)। রঙিন ছেলেবেলা আর বড়বেলার জীবন বাস্তবতার পাশাপাশি ফুটে উঠেছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কর্তার মানসিক বিপর্যস্ত রূপ, সাধারণ বাঙালী নারীর নির্ভরশীলতা- সংশ্লিষ্ট মানসিক রূপ এবং সংক্ষিপ্ত করে দেখানো হয়েছে একটি পরিবারের উপর দেশভাগের প্রভাব।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top