পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? [MCQ]

5/5(3 votes)

[Question] পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা?

(ক)আবদুল্লাহ আল মামুন
(খ)আব্দুল মান্নান সৈয়দ
(গ)শওকত ওসমান
(ঘ)সৈয়দ শামসুল হক

উত্তরঃ (ঘ) সৈয়দ শামসুল হক


সংক্ষেপে ব্যাখ্যাঃ

এখানে পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক এর লেখা ৷

সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। এটি রচিত হয়েছে ১লা মে থেকে ১৩ই জুন, ১৯৭৫; লন্ডনের হ্যাম্পস্টেড শহরে, আর প্রকাশ পেয়েছে ১৯৭৬ সালে। এর কাহিনিতে আছে: তখন ১৯৭১ সাল, চারদিকে মুক্তিযুদ্ধ; উদ্বেগ আর উত্তেজনা ছোট-বড় সবার মধ্যে। একাধিক গ্রামের নারী-পুরুষ এসেছেন মাতব্বরের কাছে। তাদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন তার সঙ্গে দেখা করেছে জানিয়ে সবাইকে আশ্বাস দেয় মাতব্বর। সে পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলে সবাইকে।

গ্রামবাসীরা সহজ-সরল, কিন্তু তারা আশ্বস্ত হতে পারে না মাতব্বরের কথায়। যুদ্ধে অংশ নেবার ইচ্ছে জাগে কারো কারো, তবে তা প্রকাশ করে না। এভাবে নানা ঘটনার ঘনঘটায় এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় ঘর থেকে বের হয় মাতব্বরের মেয়ে। সবার সামনে সে বলে, পাকিস্তানি ক্যাপ্টেন দেখা করতে আসে নি, বাবা জোর করে তাকে ঐ রাতে ক্যাপ্টেনের হাতে তুলে দিয়েছিল।

পরে সেই বীরাঙ্গনা আত্মাহুতি দেয়। অবশ্য নিস্তার মেলে নি রাজাকার মাতব্বরের। নিজের পাইকের হাতেই নির্মমভাবে মারা পড়ে সে। এ সময় পাইক বলেন: ‘আপনার কোনো ইমান ছিল না।’ কাব্যনাট্যের চরিত্রগুলো হচ্ছে: মাতব্বর,” পির সাহেব, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধারা। নাটকটিতে কোনো দৃশ্য-বিভাজন নেই। একটানা কাহিনি স্রোত বয়ে চলে। গ্রামবাসীর সংলাপ দিয়ে এটির সূচনা।

  1. পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা?

    উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায় একটি কাব্যনাটক ৷

  2. পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি?

    উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট হলো “মুক্তিযুদ্ধের শেষ” ৷

  3. পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি?

    উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় হলো মুক্তিযুদ্ধ ৷

  4. পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে?

    উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা হলেন সৈয়দ শামসুল হক

  5. পায়ের আওয়াজ পাওয়া যায় কত সালে প্রকাশিত হয়?

    উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায় ১৯৭৬ সালে প্রকাশিত হয় ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]